page contents
Cool Neon Green Outer Glow Pointer
দৈনীক গুজব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দৈনীক গুজব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নিজে সতর্ক হোন এবং পৃথিবিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুণ!! Be careful to protect the


যেমন ধরুন,
আপনি বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিচলে রাস্তায় পড়ে গেলেন। পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে উপ্ররের টিকিট ধরিয়ে দিয়ে গেল। আপনি উপ্রে চলে

facebook যদি বাংলাদেশি হতো

পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যদি হতো বাংলাদেশি তাহলে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেমন হতো? কী কী শর্ত পূরণ সাপেক্ষে ফেসবুকে অ্যাকাউন্ট করা যেত?

বিআরটিসি কে কলা খাওয়ায়ে আপনিও চালাতে পারেন Facebook,Whatsapp,Viberr,Line কম্পিউটার এবং মোবাইলে আগের মতই !


অনেক টেনশেন এ আছেন, কারন (বিটিআরসি) এর নির্দেশে অনিদৃষ্ট সময়ের জন্য  বন্দ হয়ে গেল Facebook, Whatsapp, Viberr।পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সকল সাইটে এক্সেস করা যাবে না। তাই অনেকেই হয়ত এক্সেস করতে পারছেন না এই সব সাইট গুলায়।

লাশ ব্যবসায়ীর মাগনা লাশ!


প্রতি বুধবার রাত ১০টায় আসে লোকটা। লাশ নিতে। একটা লাশ নিয়ে যায় এবং তাকে দিয়ে যায় নগদ ১ হাজার দিনার। কোনো ঝামেলা করে না। তাদের একটাই শর্ত, লাশটা হতে হবে পুরুষের লাশ এবং সব অঙ্গ সম্পূর্ণ অক্ষত থাকতে হবে।

অ্যানাকোন্ডার ছবি নিয়ে আলোড়ন!

ভারতে অ্যানাকোন্ডা! সুদূর আমাজন নদীর পথ বেয়ে, সমুদ্র উজার করে এসে পড়েছে একেবারে গুজরাটে!
জানা গেছে, গুজরাটের সমুদ্রতীরবর্তী উমরগাঁও নামে একটি অঞ্চলে প্রথম দেখা যায় এক বিশালাকার সাপ। এত বিশাল সাপ ভারতে আগে কোথাও দেখা যায়নি। স্থানীয় মানুষজন এই বিশাল সাপটিকে অ্যানাকোন্ডা বলেই ভাবছেন। তাই এ সাপটি নিয়ে এখন আলোড়ন সৃষ্টি হয়েছে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ সুন্দরী নারী ছেলেদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

2338-beauty-girl
সুন্দরী নারীর প্রতি আকর্ষণ বা পছন্দ নাই এমন পুরুষ খুবই কম। আর মুখের ওপর স্বীকার না করলেও সুন্দরীদের দিকে নারীরাও চেয়ে থাকেন অপলক। কিন্তু চামড়া-চেহারায় সুন্দরীদের কাছ থেকে পুরুষদের এখন বেশ সতর্ক হতে হবে। সতর্ক না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এমনি আভাস দিলেন বিজ্ঞানীরা।

ভূমিকাপানোর জন্য 'দায়ী' ঐ সেই ৪ পর্যটক গ্রেপ্তার



মাউন্ট কিনাবালুতে পর্যটক নগ্ন কাণ্ডে দশ জনের মধ্য ৪ পর্যটককে গ্রেপ্তার করল মালয়েশিয়া পুলিশ। চার জন পর্যটকের মধ্যে দুই জন কানাডা, এক ব্রিটেন ও ডেনমার্কের অধিবাসী। বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে মালয়েশিয়া প্রশাসন।

মাউন্ট কিনাবালুতে দশ পর্যটকের নগ্ন ছবি ভাইরাল হয়ে ওঠে স্যোশাল মিডিয়ায়। সাবাহ পার্কের পরিচালক দাতুক জামিলি জানিয়েছিলেন, এখানকার নিয়ম অমান্য করে ৪ জন নারী ও ৬ জন

জুলিয়ান বিভার এর রাস্তায় আঁকা কিছু অসাধারণ ত্রিমাত্রিক ছবি





ব্রিটিশ চিত্রশিল্পী "জুলিয়ান বিভার" সবচেয়ে বেশি পরিচিত তার আঁকা অসাধারণ ত্রিমাত্রিক ছবির জন্য। এই কাজে দক্ষতার জন্য তাকে

মজাদার সংবাদ পুলিশ-গণজাগরণ সমর্থকদের সংঘর্ষ, ইমরান্ন্যা সহ আহত বেশ কয়েক ডর্জন


যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভরত গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাস ও গরম জলে মঞ্চের মুখপাত্র ইমরান এইড্স সরকারসহ বেশ কয়েক ডর্জন আহত হয়েছেন। কাঁদুনে গ্যাসে তিনি নিজেও আহত হয়েছেন জানিয়ে সুজন বলেন, পুলিশ দফায় দফায় জলকামান থেকে
Blogger Widgets