page contents
Cool Neon Green Outer Glow Pointer

বিআরটিসি কে কলা খাওয়ায়ে আপনিও চালাতে পারেন Facebook,Whatsapp,Viberr,Line কম্পিউটার এবং মোবাইলে আগের মতই !


অনেক টেনশেন এ আছেন, কারন (বিটিআরসি) এর নির্দেশে অনিদৃষ্ট সময়ের জন্য  বন্দ হয়ে গেল Facebook, Whatsapp, Viberr।পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সকল সাইটে এক্সেস করা যাবে না। তাই অনেকেই হয়ত এক্সেস করতে পারছেন না এই সব সাইট গুলায়।

সমস্যা নাই, এর ও সমাধান আছে। আসুন জেনে নেই কিভাবে কম্পিউটারে Facebook এবং মোবাইলে Whatsapp, Viberr, Line চালানো যাবে।
যারা বিচি ইউজার তারা এই পদ্ধতি অবলম্বন করুনঃ
Firefox – এর জন্য এই Proxy Extension ইন্সটল করে নিন
   


                   Chrome -এর জন্য এই Proxy Extension ইন্সটল করে নিন 






এবার এই Extension টি ON করে দিন নিচের মত করে
[Mozilla Firefox]
 

[Google Chrome]


এটি একটি Proxy Extension। এটির মাধ্যমে যে কোন ব্লক সাইটে এক্সেস করা যাবে। এবার তাহলে পিসি তে Facebook চালান আগের মত।
 
 
 
এবার দেখে নিন কিভাবে মোবাইলে ব্যবহার করবেন Facebook, Viberr, Whatsapp:
প্রথমে Hotspot Shield Free VPN Proxy Apps টি ডাউনলোড করে নিন 


Hola Free VPN Proxy Apps টি ডাউলোড করে নিন
Download হয়ে গেলে Install করে নিন এবং Apps টি Open করে ON করে দিন।
এবার দেখুন আগের মতই Facebook, Whatsapp, Viberr, Line চলছে।
আশা করি এখন থেকে Facebook, Whatsapp, Viberr,Line চালাতে কারও কোন সমস্যা হবে না যদি হয় তাইলে তোর কপাল পোড়া।
আমার ১৪ গুষ্টি সহ ফেসবুক 
পেইজে আছি।

কোন মন্তব্য নেই:

Blogger Widgets