page contents
Cool Neon Green Outer Glow Pointer

কেউ কি আপনাকে বার বার মিস কল দিয়ে বিরক্ত করছে?চরম শাস্থি দিন মিস কল দিয়ে বিরক্তকারী কে একটি ৩৩কিলোবাইট এর অ্যাপ দিয়ে!!

সকাল সকাল আপনাদের জন্য জটিল একটি এন্ড্রয়েড অ্যাপ নিয়ে এসেছি মিস করবেন না।মিস দিয়ে বিরক্তকারী দের দিন শেষ।মিস কল কারিদের শাস্থি দিন ভুলেও আর মিস কল দিবে না।

বন্ধুদের কাজ কারবার তো আপনারা সবাই জানেন।একজন আরেক জন জ্বালানো ই তাদের কাজ।আর মিস কল দিয়ে এই কাজ টা তারা খুব ভাল পারে।
কিন্তু কথায় আছে না সমস্যা থাকলে তার সসমাধান ও আছে।তাই আপনাদের জন্য এই অ্যাপ টা নিয়ে এলাম।



app name:auto answer
Size:33kb
.
সাইজ দেখে কেউ ভয় পাইয়েন না।সাইজ কম হলে কি জটিল কাজের অ্যাপ এটি।
.

Download Now 
 মনে করেন আপনাকে কেউ মিস কল দিয়ে বিরক্ত করছে।আপনি কল টা ধরতে ও পারছেন না।তখন এই অ্যাপ টি আপনাকে সাহায্য করবে।আপনি auto ans চালু করে দিলে যে যতই বড় মিস কল দাতা হোক না কেন সে বাঁশ খাবে।
.
আরো কিছু ফিচার আছেঃ
*আপনি কোন কল গুলা auto ans করতে চান তা সেট করতে পারবেন যেমন সেভ করা নাম্বার না আনসেভ করা নাম্বার।
.
*আপনি যদি চান তাহলে কল রিসিভ হওয়ার সাথে সাথে লাউড স্পিকার চালু হতে যাবে।
.
*আপনি টাইম ও সেট করতে পারবেন মানে আপনি কল আসার কতো সেকেন্ড পর ধরতে চান যেমন ১,২,৩,৫ ইত্যাদি।
.
আরো অনেক কিছু আছে আপনি এতো কিছু পাচ্ছেন মাত্র ৩৩কিলোবাইট এর অ্যাপ এ

কোন মন্তব্য নেই:

Blogger Widgets