শ্রদ্ধেয় চীন দেশ,
আমি জনৈক মুরগা। আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিন। পৃথিবীর জন্ম থেকে আজ অবধি আপনাদের সৃষ্টিশীলতা সবাইকে মুগ্ধ করে চলেছে। চা, রেশমি কাপড় থেকে শুরু করে হালের চায়নিজ ফোন ও নানা ধরনের ইলেকট্রনিকস উদ্ভাবন জগৎবাসীকে বিস্মিত করছে!
গরিব-দুঃখী মানুষের কষ্ট আপনারা গভীরভাবে অনুভব করেন, বিশ্ববাজার সেটাই স্মরণ করিয়ে দেয়