page contents
Cool Neon Green Outer Glow Pointer

অ্যানাকোন্ডার ছবি নিয়ে আলোড়ন!

ভারতে অ্যানাকোন্ডা! সুদূর আমাজন নদীর পথ বেয়ে, সমুদ্র উজার করে এসে পড়েছে একেবারে গুজরাটে!
জানা গেছে, গুজরাটের সমুদ্রতীরবর্তী উমরগাঁও নামে একটি অঞ্চলে প্রথম দেখা যায় এক বিশালাকার সাপ। এত বিশাল সাপ ভারতে আগে কোথাও দেখা যায়নি। স্থানীয় মানুষজন এই বিশাল সাপটিকে অ্যানাকোন্ডা বলেই ভাবছেন। তাই এ সাপটি নিয়ে এখন আলোড়ন সৃষ্টি হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি নারকেল গাছে পেঁচিয়ে ছিল ওই বিশালাকার সাপটি। এক পর্যায়ে সাপের ওজনের ভারে গাছটি মাটিতে পড়ে গেছে। পরে বনকর্মীদের চেষ্টায় ধরাও পড়ে সাপটি।
তবে অ্যানাকোন্ডার এই ছবিগুলো সত্যি কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। আদৌও এটি ভারতের কোনো জায়গার নাকি শুধুই কম্পিউটারে করা কারসাজি, তা বোঝার উপায় নেই। অনলাইনে ছবিগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কোন মন্তব্য নেই:

Blogger Widgets