page contents
Cool Neon Green Outer Glow Pointer

ফেসবুক ব্যবহার করতেই আছ মাগার Poke কি জিনিস? এর মানে কি জানেন? না জানলে আজকে জেনে নিন!!


সকল বন্ধুদের জানাই Poke এর শুভেচ্ছা।
আবারো হাজির হলাম নতুন একটা
জিনিস নিয়ে যদিও আপনার এর সাথে

অনেক আগে থেকে পরিচিত তবে ভুল
ভাবে। যাহোক আশা করি আজকে সেই
ভুল বুঝা বুঝি দূর হবে। আজকের দিনে
ফেসবুক এমন এক জিনিসে পরিনত
হয়েছে যা ফেসবুক ছাড়া অনেকের
পেটের ভাত হজম হয় না।সারাদিন
সুধু ফেসবুক আর ফেসবুক। আজকে এই
ফেসবুক এর একটা ফিচার নিয়ে
আলোচনা করবো আর সেটা হল poke.
আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা
অ্যাকাউন্ট আছে তারা সবাই কম
বেশি এই ফিচার সম্পর্কে জানি তবে
অনেক এটি ব্যবহার করে আবার
অনেকে করে না। কিন্তু কথা হল আমরা
সবাই এই poke মানে জানি যে কউকে
বিরক্ত করা বা গুতা মারা যেটা
একদমই ঠিক নয়। poke একটা ফেসবুক
এর গুরুত্বপূর্ণ ফিচার।
আসলে poke দিয়ে কারও দৃষ্টি
আকর্ষণ করার চেষ্টা করা হয়। আপনি
যদি কাউকে poke করেন আর আপনি
জাকে poke করলেন সে যদি poke
back করে তাহলে আপনি তার ফেসবুক
প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য
দেখতে পারবেন। এখন হয়তো অনেকে
ভাবতে পারেন আমিতো এমনিতে এটা
করতে পারি। কিন্তু না এটার দরকার
আছে বা কি কাজে লাগে তা বলতেছি।
মনে করেন কেউ একজন আপনার ফ্রেন্ড
লিস্ট এ নাই বা তাকে চেনা চেনা
মনে হচ্ছে কিন্তু সে আপনার ফ্রেন্ড
লিস্ট এ না থাকার কারনে তার
সম্পর্কে জানতে পারছেন না বা তার
ইনফর্মেশন দেখতে পারছেন না বা
জানতে পারছেন না। তখন তার
সম্পর্কে জানার একটাই উপায় আছে
আর সেটা হল poke মারা। আপনি যদি
তাকে poke মারেন আর সে poke back
করে তাহলে আপনি তার প্রোফাইল
এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে
পারবেন এবং দেখে আপনার পরিচিত
হলে ফ্রেন্ড রিকুয়েস্ট করতে
পারবেন। তাহলে বুঝলেন তো poke এর
মানে বা এর কাজ কি। যদি আগে
থেকে জানেন তাহলে ভালো তবে যদি
এখন জানলেন তাহলে আরও ভালো।
আশা করি আমি আপনাদের poke এর
অর্থ বুঝাতে পেরেছি।

কোন মন্তব্য নেই:

Blogger Widgets