page contents
Cool Neon Green Outer Glow Pointer

google বিষয়ক পোষ্ট - গুগলের কিছু জানা অজানা তথ্য ১০০% শিওর আপনি সে গুলি জানেন না>>

গুগল নামটি সবারই পরিচিত।বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম বলতে গেলে গুগলের নামই আসে সেখানে। আস্তে আস্তে অনেক গুলি বছর কাটিয়ে ফেলেছে সফলভাবে প্রতিষ্ঠানটি। ১৮তম জন্মবার্ষিকী পালন করেছে গুগল। আর এর জন্য তার হোমপেজ এ দেয়া হয়েছে ডুডল। গুগলের অনেক তথ্য আছে যা অনেকের জানা আবার অনেকের অজানা।

এমনই কিছু তথ্য জানা যাক গুগলের

১. প্রথমেই আসি প্রতিষ্ঠানটির শুরু নিয়ে। এই বৃহৎ প্রতিষ্ঠানটির জন্মদিন কবে কেউ জানে না। ঠিক কবেই গুগলের জন্মদিন তা বলা যায়না। ৬ টি জন্মদিন রয়েছে এর।তবে গুগল ২৭ সেপ্টেম্বর জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে।
২. এর বয়স ১৮ নাকি ১৯ এটা নিয়ে সন্দেহ আছে কারন গুগলের জন্মদিন পালন করা হয় ১৯৯৫ সাল থেকে।
৩. গুগলের ক্যাম্পাসে একটি টি-রেক্স ডায়নোসর রাখা আছে যা সব কর্মীদের বলছে ক্যাম্পাস দুর্গন্ধময় রাখ যাবে না।
৪. গুগল ক্রোম ব্রাউজারে টি-রেক্সের একটি গেম দেয়া হয়েছে। যখন ব্রাউজারটি ইন্টারনেট সংযোগ না পায় তখন এই ডায়নোসর একটি সাবধান সংকেত দেখায় এবং তখন স্পেসবার চাপ দিলেই গেম শুরু হয়ে যায়।
৫. গুগলের পন্য অনেকগুলি লুকিয়ে আছে ইস্টার এগ এ। অবশ্য সার্চ এর মাধ্যমে এদের সন্ধান মিলবে।
৬. আজকে বিশ্বের সবচেয়ে বড় ডেটা স্টোরেজ কোম্পানি গুগল হলেও গুগলের প্রথম স্টোরেজ হয় লেগো দিয়ে।
৭. গুগল এতগুলি কোম্পানি কিনে নিয়েছে যা আপনি চিন্তাও করতে পারবেন না। প্রতিদিনই গুগল প্রায় একটি করে ছোট কোম্পানি কিনে নিচ্ছে।
৮. এর “I am feeling lucky” বাটনটির দাম এখন মিলিয়ন মিলিয়ন ডলারে উঠে গেছে।
৯. গুগল এ কর্মরত অবস্থায় কোন কর্মী মারা গেলে তার পরিবারকে পরবর্তী এক যুগ পর্যন্ত বেতনের অর্ধেক পর্যন্ত দেয়া হয়।
সুত্রপাত ঘটেছে এখান থেকে

কোন মন্তব্য নেই:

Blogger Widgets