একটা সীমানা রেখায় ভাগ হয়ে যায় দুটো দেশ। এই তো সেদিনও একসঙ্গেই ছিল ভারত-পাকিস্তান-বাংলাদেশ। তাতে একটা রেখা টেনে ভাগ হয়ে গেল সব কিছু। সীমান্ত মানেই কাঁটাতার। সীমান্ত মানেই ও প্রান্তে কিছু না দেখা যাওয়া দুটো দেওয়াল। কিন্তু এমনও কিছু সীমান্ত রেখা আছে যা দুটো দেশকে আলাদা করে দিয়েছে বড় অদ্ভুতভাবে। কখনও বাড়ির ভিতরে ঢুকে পড়েছে সীমানা রেখা, কোথাও আবার ছোট একটা জলাশয়ের এদিক ওদিক হয়ে গেছে দুটো দেশ। সেগুলি নিয়েই থাকল এই প্রতিবেদন-
১) বাড়ির এদিকে মেক্সিকো, ওদিকে আমেরিকা

২) বসনিয়া-ক্রোয়েশিয়াকে ভাগ করেছে এই সীমান্ত

৩) গাছ দিয়ে ভাগ দু দেশ

৪) নদীতে ভাগ তিন দেশ। প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল।

৫) এভাবেই ভাগ হয়ে গিয়েছে ইংল্যান্ড-স্কটল্যান্ড


একটা সীমানা রেখায় ভাগ হয়ে যায় দুটো দেশ। এই তো সেদিনও একসঙ্গেই ছিল ভারত-পাকিস্তান-বাংলাদেশ। তাতে একটা রেখা টেনে ভাগ হয়ে গেল সব কিছু। সীমান্ত মানেই কাঁটাতার। সীমান্ত মানেই ও প্রান্তে কিছু না দেখা যাওয়া দুটো দেওয়াল। কিন্তু এমনও কিছু সীমান্ত রেখা আছে যা দুটো দেশকে আলাদা করে দিয়েছে বড় অদ্ভুতভাবে। কখনও বাড়ির ভিতরে ঢুকে পড়েছে সীমানা রেখা, কোথাও আবার ছোট একটা জলাশয়ের এদিক ওদিক হয়ে গেছে দুটো দেশ। সেগুলি নিয়েই থাকল এই প্রতিবেদন-
১) বাড়ির এদিকে মেক্সিকো, ওদিকে আমেরিকা

২) বসনিয়া-ক্রোয়েশিয়াকে ভাগ করেছে এই সীমান্ত

৩) গাছ দিয়ে ভাগ দু দেশ

৪) নদীতে ভাগ তিন দেশ। প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল।

৫) এভাবেই ভাগ হয়ে গিয়েছে ইংল্যান্ড-স্কটল্যান্ড


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন