page contents
Cool Neon Green Outer Glow Pointer

বসরের বাছাই করা সেরা ১৭ টি ছবি ও তার বিবরন সহ দেখেনিন

                                              ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১.এএফপির পিকচার অব দ্য ইয়ারে নির্বাচিত হয়েছে বাংলাদেশের এই ছবিটিও। ছবিটিতে একজন জেলে তাঁর পোষা ভোঁদড়গুলোকে খাবার খাওয়াচ্ছেন। ছবিটি ১১ মার্চ নড়াইল থেকে তোলা।

                                         ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>
 ২. ফ্রান্সে গত ৭ অক্টোবর প্রবল বর্ষণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় এই গাড়িটি ভেসে এসে পথ হারিয়ে লটকে থাকে গাছে। ছবিটি মঁপেলিয়ের থেকে তোলা। ছবি: এএফপি


৩. রাজনৈতিক সংস্কার তথা পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীসহ হংকংয়ের সর্বস্তরের মানুষ জমায়েত হয়ে এভাবেই হাত উঁচিয়ে নিজেদের মুঠোফোনের আলো জ্বেলে বিক্ষোভ করেন। ছবিটি ২৯ সেপ্টেম্বর হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
                                          ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>
 

৪.জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলার ভয়ে শিশুসন্তানকে কোলে নিয়ে সিরিয়া ও তুরস্কের সীমান্ত এলাকা পাড়ি দিয়ে নিরুদ্দেশের দিকে যাত্রা করছেন এই মা। ছবিটি ২৩ সেপ্টেম্বর তোলা। সে সময় প্রায় চার লাখ মানুষ এভাবে দেশ ছেড়ে পাড়ি জমায় নিরুদ্দেশের দিকে। ছবি: এএফপি

                                              ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

৫.পানির নিচে বিচিত্র ভঙ্গিমায় ২৬ বছরের চীনা তরুণী লেং ইউতিং। এ বছরই সমবয়সী কিন রিয়াংকে বিয়ে করবেন তিনি। সেই বিয়ের অনুষ্ঠান সামনে রেখে ব্যতিক্রমী আয়োজন হিসেবে পানির নিচে নানা ভঙ্গিতে ছবি তোলেন দুজন। ছবিটি গত ৩ সেপ্টেম্বর সাংহাই থেকে তোলা। ছবি: এএফপি
                                          ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>
 
৬.ইউক্রেন-সংকট নিয়ে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে বাড়ির সামনেই নিহত হয়েছে মেয়ে। তার মৃতদেহের পাশে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা। ছবিটি ১৯ আগস্ট ইউক্রেনের মাকিইভকা শহর থেকে তোলা। ছবি: এএফপি

                                            ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>


৭.ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়ির এক কোণে বসে রুটি খাচ্ছে এই শিশুটি। ছবিটি ২ আগস্ট গাজা থেকে তোলা। ছবি: এএফপি

 
                                                ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

৮.ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলিদের হামলা। ছবিটি ২৯ জুলাই তোলা। ছবি: এএফপি


                                             ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

৯.ঝুলন্ত গালিচার ওপর বসে পিয়ানো বাজাচ্ছেন জার্মান পিয়ানোবাদক স্তেফান অ্যারন হুভারস। ছবিটি ২৩ জুলাই মিউনিখ বিমানবন্দর থেকে তোলা। ছবি: এএফপি

 
                                              ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১০.সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত ভবন থেকে দুই শিশুকে উদ্ধার করে বাইরে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ছবিটি ৯ জুলাই আলেপ্পো শহর থেকে তোলা। ছবি: এএফপি

            
                                                 ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>
         

১১.দক্ষিণ সুদানের বোর শহরে চলছে সহিংসতা। এরই মাঝে একটি স্যুটকেসের ভেতর ঢুকে লুকোচুরি খেলছে দুই শিশু। ছবিটি ২৭ ফেব্রুয়ারি তোলা। ছবি: এএফপি

 
                                           ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১২.ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে বের হচ্ছে লাভার ছাই ও ধোঁয়া। ছবিটি ১ ফেব্রুয়ারি তোলা। ছবি: এএফপি

 
                                          ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১২.ব্রাজিলের রিও ডি জেনিরোর ইপানেমা সৈকতে সূর্যাস্তের সময় জলবুদবুদ দিয়ে এই রঙধনু তৈরি করেন এক জার্মান পর্যটক। ছবিটি ১৩ অক্টোবর তোলা। ছবি: এএফপি

 
                                            ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১৩.খাঁচার ভেতর মানুষ, আর বাইরে থেকে তাদের দেখছে সিংহ। ছবিটি চিলির রাঙ্কাগুয়ায় সাফারি লায়ন জু থেকে ৩০ অক্টোবর তোলা। ছবি: এএফপি

 
                                              ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১৪.স্পেনে একটি উৎসবে তৈরি করা হয় মনোমুগ্ধকর এই মানবস্তম্ভটি। ছবিটি ৩০ অক্টোবর স্পেনের তারাগোনা এলাকা থেকে তোলা। ছবি: এএফপি


                                          ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১৫.ইতালির পোর্তোফিনো শহরের একটি ছোট নদীতে এভাবেই ঝাঁপ দিয়েছেন এক তরুণ। ছবিটি ৮ সেপ্টেম্বর তোলা। ছবি: এএফপি

 
                                           ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১৬.ফ্রান্সের প্যারিসে একটি ল্যাম্পপোস্টের ওপর উঠে ফুটবল নিয়ে কসরত দেখাচ্ছেন সাবেক ফুটবলার ইয়া ত্রাওরি। ছবিটি ৯ জুন মন্টমাতরি এলাকা থেকে তোলা।


                                            ছবি দেখা নাগেলে ছবির উপরে ক্লিক করুন>>

১৭। ২০১৪ সালে সারা বিশ্বে ঘটে যাওয়া ঘটনার ছবিগুলো থেকে বাছাই করে ‘পিকচার অব দ্য ইয়ার’ নির্বাচন করেছে বার্তা সংস্থা এএফপি। তারই কিছু ছবি নিয়ে এই গ্যালারির আয়োজন। ফিলিপাইনের ম্যানিলায় একটি সমাধিক্ষেত্রে মানুষের হাড়গোড়ের পাশে খেলছে শিশুরা। ছবিটি ৩১ অক্টোবর ম্যানিলার নাভোতাস পাবলিক সিমেট্রি থেকে তোলা। ছবি: এএফপি               

কোন মন্তব্য নেই:

Blogger Widgets