page contents
Cool Neon Green Outer Glow Pointer

আপনার পার্সোনাল ছবি সহ যে কোন ছবি কে পাসওয়ার্ড প্রটেক্টটেড করে ফেলুন মহুর্তের মধ্যে

আমরা আমাদের প্রয়োজনে অনেক ছবি তুলে থাকি অথবা কোন প্রজেক্টের জন্য ‍অনেক গুরুত্বপূর্ণ নকশা তৈরি করি। কিন্তু আমরা আমাদের এই নকশা বা ডিজাইনগুলোকে কতটা নিরাপত্তা দিতে পারি? হ্যাঁ আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবিকে নিরাপত্তা দিতে পারবেন। LockImage হল এমন একটি সফটওয়্যার যা
আপনার ছবিকে নিরাপত্তা দান করবে। আসুন তাহলে একটু সফটওয়্যারটি সর্ম্পকে জানি।

LockImage সফটওয়্যারটির বৈশিষ্ট্য:

এটি আপনার ছবিটিকে পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করবে।
আর সফটওয়্যারটির সাইজ খুবই অল্প মাত্র 8.63 কেবি।
সফটওয়্যারটি পোর্টেবল বলে ইনস্টলের কোন ঝামেলা নেই। ফলে আপনি আপনার পেন ড্রাইভে করে সফটওয়্যারটি যেকোন জায়গায় নিয়ে যেতে পারবেন।

সফটওয়্যারটি যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে আপনি এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে রান করুন।
তারপর File> Open এভাবে যান।
আপনি যে ইমেজটি লক করতে চান তা ব্রাউজ করে বের করুন।
এরপর File> Save as যান এবং ইমেজ ফাইলটির একটি নাম দিন।
তারপর Save বাটনে ক্লীক করুন।
তারপর আপনি যেকোন একটি পাসওয়ার্ড বসান।
তারপর ok  তে ক্লীক করুন।
যাক শেষ পর্যন্ত আপনি আপনার ইমেজটিকে একটি পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করতে পেরেছেন।

কোন মন্তব্য নেই:

Blogger Widgets