
আপনার ছবিকে নিরাপত্তা দান করবে। আসুন তাহলে একটু সফটওয়্যারটি সর্ম্পকে জানি।

LockImage সফটওয়্যারটির বৈশিষ্ট্য:
এটি আপনার ছবিটিকে পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করবে।আর সফটওয়্যারটির সাইজ খুবই অল্প মাত্র 8.63 কেবি।
সফটওয়্যারটি পোর্টেবল বলে ইনস্টলের কোন ঝামেলা নেই। ফলে আপনি আপনার পেন ড্রাইভে করে সফটওয়্যারটি যেকোন জায়গায় নিয়ে যেতে পারবেন।
সফটওয়্যারটি যেভাবে ব্যবহার করবেন:
প্রথমে আপনি এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে রান করুন।তারপর File> Open এভাবে যান।
আপনি যে ইমেজটি লক করতে চান তা ব্রাউজ করে বের করুন।
এরপর File> Save as যান এবং ইমেজ ফাইলটির একটি নাম দিন।
তারপর Save বাটনে ক্লীক করুন।
তারপর আপনি যেকোন একটি পাসওয়ার্ড বসান।
তারপর ok তে ক্লীক করুন।
যাক শেষ পর্যন্ত আপনি আপনার ইমেজটিকে একটি পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করতে পেরেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন