page contents
Cool Neon Green Outer Glow Pointer

পৃথিবির ৩৯ টি জানা-অজানা, কিছু অদ্ভুত, বিস্ময়কর ফ্যাক্টস





পৃথিবীতে কত কিছু যে আছে জানার। তার অনেক কিছুই আমরা জানি না। এই পোস্টের সব কিছুই যে uncommon হবে তার নিশ্চয়তা নাই। আবার সবার সবকিছু কমন পড়ার ও কথা না। কমন পড়লে মাইন্ড নিয়েন না।



১। অনেক সময় আমাদের গলায় টনসিল হয় এবং টনসিল অপসারনও করা হয়। যদি এটাকে ফেলে দেয়া হয়, তাহলে বলের মতই বাউন্স করবে।
(ট্রাই মাইরা দেখতে হইব
 
২। কচ্ছপ তার পশ্চাৎদ্বেশ দিয়ে শ্বাস নিতে পারে।
(কস কিরে মমিন :-*)
৩। উত্তর মেরুতে পেঙ্গুঈন নাই।

৪। মেজর লীগ বেসবল এর সব রেফারীর জন্য খেলার সময় কাল অন্তর্বাস পরা বাধ্যতামুলক।(শিওর হমু ক্যাম্নে, পড়সে কি না?

৫। “আলবেনিয়া”তে উপর-নিচ মাথা নাড়ানো মানে “না” এবং ডানে-বামে মাথা নাড়ানো মানে “হ্যা”।

৬। ওয়াল্ট ডিজনি ইঁদুর ভয় পেতেন।

৭। পৃথিবীর ২% এরও কম লোক তাদের কনুই-এ জিহ্বা ছোঁয়াতে সক্ষম। (চেস্টা করে দেখেন, পারেন কি-না?


৮। তাসের রাজাদের মধ্যে শুধু হরতনের রাজারই গোঁফ নাই।

৯। নিউইয়র্কে প্রায় ৯০% ট্যাক্সিচালকই অভিবাসী। (আমরিকা যাইবার মুঞ্চায়

১০। প্রথম অস্কার জয়ী এনিমেটেড চরিত্র – মিকি মাউস।
পৃথিবী
১১। পৃথিবী হল একমাত্র গ্রহ যেখানে পানির তিনটি অবস্থাই(কঠিন, তরল, গ্যাস) পাওয়া যায়।


১২। পৃথিবীর শীতলতম স্থান অ্যান্টার্কটিকার ভস্টক, আর উষ্ণতম স্থান লিবিয়ার আল আজিজিয়া।
১৩। ২১শে জুলাই ১৯৮৩, এই দিনে পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় অ্যান্টার্কটিকায়। সেদিনের তাপমাত্রা ছিল -১২৮.৬ ডিগ্রী ফারেনহাইট(-৮৯.২ ডিগ্রী সেলসিয়াস)।

১৪। পৃথিবীর সর্বপ্রাচীন গাছ এর বয়স প্রায় ৪৬০০ বছর। এটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।




১৫। প্রজাপতি তার পা দিয়ে স্বাদ গ্রহন করে।

১৬। নাকের ২টা ছিদ্রই যদি বন্ধ থাকে, তাহলে আপনি হাই তুলতে পারবেন না।

১৭। হার্টের চাপকে কাজে লাগিয়ে রক্তকে নিক্ষেপ করা হলে তা ৯ মিটার(২৭ ফুট) দূরত্ব অতিক্রম করবে।

১৮। আলেকজান্ডার দি গ্রেট এর সৈন্যদের ক্লিনসেভ করা বাধ্যতামুলক ছিল, যাতে শত্রুপক্ষ দাড়ি পাকড়াও করে হারিয়ে দিতে না পারে।

১৯। “Anatidaephobia” হল একটি রোগ যার রোগী মনে করে, পৃথিবীর কোথাও ১টা হাঁস আমাকে দেখছে।

২০। “Four(4)” হল একমাত্র সংখ্যা যার “অক্ষর সংখ্যা” এবং “মান” সমান।

২১। মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি

২২। দীর্ঘশব্দভীতি এর ইংরেজি – “Hippopotomonstrosesquippedaliophobia”.

২৩। জেলীফিশ সূর্যের তাপে বাস্পীভূত হয়ে যায়। এর দেহের ৯৮% পানি।

২৪। পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।

২৫। রুবিক্স কিউবের সম্ভাব্য কম্বিনেশন হতে পারে ৪৩,২৫২,০০৩,২৭৪,৪৮৯,৮৫৬,০০০ টি। (৬টা সাইড বা কালার, ৬X৯=৫৪ টা স্কয়ার)।

২৬। ১৯৩৮ সালে টাইম ম্যাগাজিন অ্যাডলফ হিটলার কে “ম্যান অফ দা ইয়ার” নির্বাচন করে।

২৭। আজ পর্যন্ত ১২ জন মানুষ চাঁদে পদার্পন করেছে।

২৮। ফেলে দেয়া চুইংগাম দ্বারা দর্শনার্থীদের অসুবিধা হতে পারে, এই কথা বিবেচনা করে ডিজনিল্যান্ডে চুইংগাম বিক্রি হয় না।

২৯। নতুনত্ব বজায় রাখার জন্য প্রতি বছর ডিজনিল্যান্ডে ৫০০০ গ্যালন রঙ ব্যাবহার করা হয়।

৩০। জিরাফ, উটের চেয়ে বেশিদিন পানি ছাড়া বাঁচতে পারে।

৩১। মার্কিন যুক্তরাষ্ট্রের ২য় এবং ৩য় প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস এবং থমাস জেফারসন। তারা উভয়েই ৪ঠা জুলাই ১৮২৬ সালে মারা যান। তাদের মৃত্যুর সময়ের ব্যাবধান ছিল মাত্র কয়েক ঘন্টা।

৩২। উড়বার জন্য ১টা প্রজাপতির দেহের তাপমাত্রা কমপক্ষে ৮৬ ডিগ্রি ফারেনহাইট(৩০ ডিগ্রি সেলসিয়াস) হতে হবে।

৩৩। ইন্ডিয়া পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ।

৩৪। এখন পর্যন্ত রেকর্ড সবচেয়ে দীর্ঘকায় নারী ৮ ফুট ২ ইঞ্চি লম্বা। তিনি ১৭ বছর বয়সে মারা যান।

৩৫। গড়ে মানুষের মাথায় ৮৫ হাজার থেকে দেড় লক্ষ চুল থাকে।

৩৬। ঠান্ডা আবহাওয়া নখ দ্রুত বৃদ্ধিতে সহায়ক।

৩৭। “মোহাম্মাদ” হল পৃথিবীর সবচেয়ে কমন নাম, যা মানুষ জন্মসূত্রে পেয়ে থাকে।

৩৮। একজন মানুষের ঘুমিয়ে পড়তে গড়ে ৭ মিনিট লাগে।

৩৯। প্রতি ২ মিলিওন মানুষের মাঝে ১ জন মানুষ বিছানা থেকে পড়ে মারা যায়।

কোন মন্তব্য নেই:

Blogger Widgets