page contents
Cool Neon Green Outer Glow Pointer

***আপনা বিচি ও ল্যাপটপ কি কচ্ছপ গতিতে ছুটছে?? তাহলে আপনার জন্যই এই পোষ্ট, আয়াপড়ছে“PC Tools Performance Toolkit”, দ্রুত ডাউনলোড করে নিন $39.99 USD মুল্যেরঅসাধারন এই সফটওয়্যারটি একদম মাগনা***



যদিও পুরাতন তারপরও  আয়াপড়ছে একটি মর্মান্তিক সফটওয়্যার আশা করি সেটি আপনাদের সবারই বেশি কম  কাজে লাগবে।
আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় ফাইল এবং রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়। এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম। অনেক আগে থেকেই আমি এটি ইউজ করি। কিছুদিন আগে এটির নতুন এবং আপগ্রেড ভার্সন বের হয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এবং পিসিও হয়ে উঠে সুপার ফাস্ট। সফটওয়্যারটির নাম


"PC Tools Performance Toolkit"

সফটওয়্যারটির আগের ভার্সন নিয়ে একটি টিউন করেছিলাম, কিছুদিন আগে এটির নতুন ভার্সন এসেছে। এটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগের ভার্সনের তুলনায় এটিতে আর অনেক সুবিধা যুক্ত করা হয়েছে, যা আসলেই অনেক কাজের।


আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই।


স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বুটিং টাইম বেশি লাগা ইত্যাদি ইত্যাদি, এটি দিয়ে পিসির চমৎকার টিউন আপ ও করা যায়। চলুন এক নজরে দেখে আসি সফটওয়্যারটির রিভিউ,


১. সফটওয়্যারটির মেইন মেনু এটি। আপনার পিসির হেলথ সহ কিছু ইনফর্মেশন শো করবে, যেমন লাস্ট বুট টাইম, এইচডিডি ইনফর্মেশন ইত্যাদি।



২. জাস্ট "1 click optimization" ক্লিক করুন। অটোমেটিক সব এরর রিমুভ করবে।


৩. এছাড়া ম্যানুয়ালি আপনার রেজিস্ট্রি ক্লিন করতে পারবেন, রেজিস্ট্রি কমপ্যাক্ট করতে পারবেন, ডিস্ক ভালোভাবে ডিফ্র্যাগ করতে পারবেন, আরো পারবেন উইন্ডোজ এর স্টার্ট আপ টাইম কমানো এবং উইন্ডোজ ওপ্টিমাইজ করে এর গতি খানিকটা বৃদ্ধি করতে।


৪. পারবেন বিভিন্য প্রাইভেসি এবং প্রাইভেসি থ্রেট অথবা হার্মফুল ট্রেসিং ক্লিন করতে, এছাড়া এইচডিডি ব্লিচ করা এবং কোন ফাইলকে পারমানেন্ট ভাবে ডিলিট করাও যাবে।


৫. এই টুলের সাহায্যে পারবেন ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনতে, আরো পারবেন ডুপ্লিকেট ফাইল ডিলিট করতে। এছাড়াও ড্রাইভ রিপেয়ার এবং রেজিস্ট্রি ব্যাকআপ এবং তা, পরে রিস্টোর করতেও পারবেন।


৬. সেটিং মেনুর সাহায্যে অ্যাপ্লিকেশান টিকে মনের মত টিউন করে নিন, এতে অটো কেয়ার সুবিধাও আছে।

তো এক নজরে দেখে নিন সফটওয়্যারটির অফিসিয়াল ফিচার...................

PC Tools Performance Toolkit Features:



  • Clean and Compact Registry. Speed up your PC by cleaning and repairing errors.

  • Defragment Disks. Optimize and defrag drives for faster access.

  • Optimize Windows®. Speed up Windows with PC Tools’ preset optimizations.

  • Boost Windows Startup and Shutdown. Speed up your startup and shutdown times.

  • Find Duplicate Files. Remove duplicate files to improve drive performance.

  • Clear Cookies and Browser History. Erases Internet activities from your browsers.

  • Clear Browser Passwords and Form Data. Erases saved passwords and form information.

  • Clear Temporary and Deleted Files. Free up hard drive space by clearing unused files.

  • Clear Recent File History. Erases your recently opened files lists.

  • Shred Files. Permanently shreds files and folders from your computer.

  • Bleach Disks. Permanently wipes your deleted files, making them unrecoverable.

  • Recover Lost Files. Find and recover music, photos and documents.

  • Repair Drives. Analyze and repair your drives.

এই হল সফটওয়্যারটির মোটামুটি রিভিউ...........................................

তো আর দেরি কেন??? এক্ষুনি ডাউনলোড করে ফেলুন $39.99 USD মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি, একদম বিনা মুল্যে.......

তাই দেরি না করে এখনি ডাউনলোড বাটন এ ক্লিক করুন

                                                                         

                                                                          

                                                                                        

*** crack করা এবং সিরিয়াল দেওয়ার সময় অবশ্যই এন্টিভাইরাস ডিজেবল এবং নেট কানেকশন অফ করে নিবেন................


(11) অচেনা অতিথি


Blogger Widgets