page contents
Cool Neon Green Outer Glow Pointer

দারুন সব আইকন এবং বাটন ডাউনলোডের জন্য একটি ওয়েব সাইট

icon finderওয়েব অথবা গ্রাফিক্স ডিজানের জন্য বিভিন্ন ধরনের আইকন ও বাটনের প্রয়োজন হয়। একই ধরনের আইকন দেখতে দেখতে আমরা অনেকেই বিরক্ত। ভিন্ন ধরনের আইকন ও বাটন ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও এগুলো কাজে লাগে। দারুন সব ফ্রী আইকন ও বাটন ডাউনলোড করতে পারেন IconFinder থেকে। এখানে গতানুগতিক সাধারন
আইকন গুলোর পাশাপাশি ভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইকন ও বাটন পাবেন।



প্রায় ১,১০,০০০ এর বেশি আইকন থেকে ক্যাটাগরি অনুযায়ী ব্রাউজ করে অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের আইকন। এটি মূলত একটি আইকন সার্চ ইঞ্জিন। সাইটে প্রবেশ করলে একটি সার্চবক্স দেখতে পাবেন। সেখানে একটি সার্চ টার্ম লিখে এন্টার চাপুন। এরপর আপনি নিচের মত একটি চিত্র দেখতে পাবেন। এখানে আমি twitter লিখে সার্চ করেছি।



এরপর এখান থেকে আপনার পছন্দের আইকন এ ক্লিক করলে ডাউনলোডের জন্য দুটি ফরমেট(.png .ico) এবং বিভিন্ন সাইজ(128, 48,16) দেখতে পাবেন। এছাড়াও একই রকম আরো কিছু আইকন দেখা যাবে নিচে।



এছাড়াও ব্রাউজ করে বিভিন্ন সেট থেকে আইকন খুঁজে নিতে পারবেন। ব্রাউজ বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মত দেখা যাবে। এখান থেকে যে কোন সেট এ ক্লিক করলে এর মধ্যকার আইকন সমূহ দেখা যাবে।



তাহলে আর দেরি কেন ? এখনি ডাউনলোড করুন ফাটাফাটি সব আইকন এবং বাটন IconFinder থেকে।
Blogger Widgets