page contents
Cool Neon Green Outer Glow Pointer

আপনি কি ড্যান্ড্রয়েড ব্যবহার কারি?? মনে হয় আপনি তহলে এই পোষ্টটিই খুজতেছেন

মোবাইল Operating System হিসাবে Android এর প্রতিদ্বন্দ্বী নেই । তাই আজ Android ফোন Root, Unroot, Flash, Stock Room Install, Frameware Update করা দেখাব আমি । আমার এ সম্পর্কে জানার জ্ঞান খুবই সীমিত, তাই পোস্টে ভুল থাকবেই, আশা করি এটা তেমন একটা আমলে নিবে


Android একটা ফোন (Samsung-GT-s5282) কিনার পর যখন দেখলাম আজেবাজে এই সেই application দিয়ে ফোন ভর্তি, যা ফোনকে স্লো করে রাখে, আর  Always RAM এর ৮০%-৮৫% Use হয়ে পড়ে থাকে, তখনই মূলত ফোনটা ROOT করে ওইসব ও-প্রয়োজনী Application রিমুভ করার জন্যই আমি আমার ফোনটা ROOT করি । ROOT করার পর ও-প্রয়োজনী Application  রিমুভ করায় কি হল জানি না, তবে ভাল একটা ফল পেলাম RAM useing আর ব্যাটারি'র স্থায়িত্ব এর ক্ষেত্রে । ও-প্রয়োজনীয় সেই সব Application যেহেতু ব্যবহার হচ্ছে না, তাই RAM free থাকে, Always Use হয় ৪০%-৫০% ! কিন্তু জানেন, সেই সুখ বেশী টিকল না, কি করলাম? আরও বেশী লাভের আশায় বড় সাইজ দেখে কয়েকটা System FileDelete করে দিলাম :O অতি লোভে তাঁতি নষ্ট, তাই যা হওয়ার তাই হল । ফোনটা সেই যে অফ হল, অন তো হয় না :( :cry:
তার পরের গল্পটা আরও কষ্টের, দয়াল বাবা Google এ মাথা বেঁধে লেগে গেলাম, কিন্তু এই সমস্যার সহজ সমাধান নেই । যা আছে, সেটা হল এই- নতুন করে Stock Room Install দিতে হবে । মানে ফোন ফ্ল্যাশ... :( কিন্তু আমার কাছে তো Frameware নেই :O ভাল মানের Fremeware Download এর সাইট ও পাচ্ছিলাম না, আর দয়াল বাবার সার্চক্রীত রেজাল্ট দেখে দেখে ভাল একটা সাইট এর অনুকরণে Odin নামক একটা সফটওয়্যারের সাহায্যে Stock Room re-Install করে সেই যাত্রায় রক্ষা পেলাম :D কিন্তু যাত্রার অনবদ্য অভিজ্ঞতা নিজের মাথায় ভাল করে পুরে নিলাম । আর সেটাই আজ সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ! জানি না কতটুকু সুন্দরভাবে লিখতে পারব, তার পরও চেষ্টা করলাম... তাতে তো দুষ নাই? কি বলেন? :D


ডিভাইস ROOT করা :
আপনার ফোন কি ভাবে ROOT করবেন, সেটা নিয়ে একবার টেকটিউনে একবার সার্চ দিন । আশা করি এত রেজাল্ট পাবেন, সেখান থেকে ভাল ভাবেই আপনার ফোনটি ROOT করতে পারবেন, কিন্তু এর পরও আমার খুঁজে পাওয়া ROOT করার সিস্টেমটা Share করছি-


প্রথমে Impector নামের software টি Dawnload করে নিন --->> https://cydia.saurik.com/api/latest/2  [Direct Download]


এইবার মন দিয়ে পড়ুন । প্রথমে আপনার ফোনের Driver টা PC তে Install দিন । যদি Driver খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব ভাল Download Link দিতে । Driver Install দেয়ার পর ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন । নিচের ছবির মত উইন্ডো আসবে-



এবার আপনি RAR ফাইল থেকে নিচের ছবির মত Impector নামক Softwere টি Run করুন, এবং "Start" এ ক্লিক করুন ।



সব কিছু টিকটাক থাকলে নিচের ছবির মত উইন্ডোতে কিছু  Installing Command দেখবেন-



সব শেষে আবার প্রথম লেখাটা আসবে, তার মানে আপনার ফোনটি এখন ROOT করা ! :D কি বিশ্বাস হল না?
আপনার ফোনটি Successful ভাবে ROOT হয়েছে কি না, এ জন্য নিচের APK টা install করে Chack করে নিন ।
APK Link--->> http://www13.zippyshare.com/d/83719607/69535/Root%20Checker%20Pro.apk   [Direct Download]


শেষ হয়ে গেল ROOT করার কাজ, এখন চাইলে ভাল মানের একটা Uninstaller দিয়ে ও-প্রয়োজনী Application রিমুভ করে নিতে পারেন । ও ভাল কথা, রিমুভ করার আগে Backup রাখতে ভুলবেন না... তা না হলে আমার মত ভুগতে হবে । Backup রাখা ও Uninstall এর জন্য নিচের লিঙ্ক থেকে APK টা নামিয়ে নিতে পারেন, আমি এটাই Use করি ।
APK Link--->> http://www38.zippyshare.com/d/18701808/17549/Root%20Uninstaller%20Pro%20v.4.0.apk   [Direct Download]


শেষ হল ROOT এর সাতকাহন ! :D


Unroot, Flash, Stock Room Install, Frameware Update করা :
আমার মতে Unroot, Flash,Stock Room Install, Frameware Update সবই এক সুতায় বাঁধা । আপনি টিউনটা পড়ছেন, So আপনি টেকটিউনের Membar না হউন, অন্তত Visitor তো ? So আপনি কেন এর যেকোন একটা কাজের জন্য মোবাইল সার্ভিসিং সেন্টারে যাবেন ??? চেষ্টা করুন, আপনি ও পারবেন । আমি পারব না বলে বসে থাকলে সত্যিই আপনি পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে । আর টেকটিউন শিখার জায়গা, এখানে শিখতে আসলে আপনি ফিরত যাবেন, এটা টিটির কেও মানবে না । টিটির সাম্প্রতিক একটা জরিপে দেখেছিলাম দিনের শুরুতে বেশির ভাগ মানুষ ফেসবুক Chack করে, Than টেকটিউন :D আমার মনে হয় যারা টেকটিউন কে মনের মত ভালবাসেন, যারা প্রযুক্তি-কে ভালবাসেন, তারা আগে টিটি Chack না করে শান্তি পান না :D anyway, কাজের কথায় আসি । Unroot, Flash, Stock Room Install, Frameware Update এর যেকোন একটি করতে নিচের ধাপগুলু অনুসরন করুন, আশা করি নিরাশ হয়ে ফিরবেন না :D :)


কি কি প্রয়োজন হবে ?
১- ফোনের Driver,
২- Odin নামক Software
৩- আর আপনার ফোনের Stock Room বা Frameware


প্রথমে Odin Download করে নিন -->> http://www.mediafire.com/download/90plr3qc0kbckl2/Odin307.zip  [Direct Download]


এবার আপনার ফোনের নাম model লিখে দয়াল বাবা Google এ সার্চ দিয়ে Frameware টা নামিয়ে নিন । অথবা আপনার ফোনের নাম মডেল লিখে কমেন্ট করুন, আমি আপনার Device এর Frameware এর লিঙ্ক দেয়ার Try করব ।


কাজ শুরু করে দেই, কি বলেন ? খুব সাবধান, কাজে উল্টাপাল্টা হয়ে বা বিদ্যুৎইক গোলযোগের জন্য যদি আপনার Device টি ব্রিক বা
স্পট ডেড হয়, এ ক্ষেত্রে আমাকে কোন দায়ী করবেন না ।


প্রথমে আপনার ফোনটি অফ করে নিন, Than অন করার সময় Vol Down+Home+Power বাটনে ধরতে হবে, যার ফলে ফোন Downloading Mode এ অন হবে । কিন্তু এটা আমার ফোনের Downloading Mode এ যাওয়ার পদ্ধতি, Brand অন্যটা হলে এটা পরিবর্তনীয়, কিন্তু আপনি যদি আপনার ফোনের Downloading Mode যেতে না পারেন, তাহলে কমেন্ট করুন । আমি বলে দিব ইনশাআল্লাহ্‌ । Anyway, নিচের ছবিতে দেখুন আমার Device এ আমি Downloading Mode এ গেছি-



Odin ওপেন করুন । আর আপনার ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন এবার নিচের ছবির দিকে তাকান-
1.  Auto Reboot এ টিক বসিয়ে ক্লিক করুন ।
2. F.Reset Time এ টিক বসিয়ে ক্লিক করুন ।
3. দেখুন ফোন Add হয়েছে বলে বার্তা দেখাচ্ছে ।



4. এবার PDA তে ক্লিক করুন-



PDA তে ক্লিক করার সাথে সাথে Open নামে একটা উইন্ডো ওপেন হবে ।
5. আপনি আপনার ফোনের জন্য Dawnload করা Fremeware বা Stock Room এর Location এ গিয়ে MD5 ফাইল-টা
সিলেক্ট করুন ।
6. এবং Open এ ক্লিক করুন ।



এবার লক্ষ করুন, PDA তে MD5 ফাইলটা লোড দেয়ার পর কিছু সময় লাগবে, এমনকি Program "Not Responding" ও
Show করতে পারে । কিন্তু Program ক্লোজ করবেন না, ২-৩ মিনিট Wait করুন, একটু পরে সব টিকটাক হয়ে যাবে ।


7. এবার "Start" এ ক্লিক করুন ।



দেখুন আবার লোডিং শুরু হয়েছে-



আর অন্য দিকে ফোনে ও Downloading হচ্ছে, মানে Load হচ্ছে-



কিছু সময় পর নিচের ছবির মত বার্তা Show করে "Reset" লেখা উঠবে-



পরে ফোনে এ রকম একটা লোডিং হয়ে ফোনটি Restart হবে ।



অপেক্ষা করুন, সবশেষে কত সময় লাগল তার হিসাব সমেত "Pass" লেখা উঠবে-



আপনার কাজটি যদি ফ্রেমওয়ার Update হয়, তাহলে আপনার কাজ শেষ । দেখুন আপনার Download ক্রিত Fremeware Install
হয়ে নতুন কিছু পরিবর্তন হয়েছে । আর যদি Unroot বা  Flash করার উদ্দেশে কাজটি করে থাকেন, তাহলে আপনাকে আরও ছোট্ট একটা
কাজ করতে হবে । সেটা হল ফোনটা আবার অফ করুন, আগে Downloading Mode যাওয়ার জন্য Vol Down+Home+Power
বাটন ধরেছিলেন না? এবার আপনাকে Vol UP+Home+Power একত্রে ধরতে হবে । একটু wait করুন, দেখবেন PC'র BOIS মেনুর
মত একটা মেনু এসেছে । আপনি ভলিউম কী'র সাহায্যে "Wipe data/factory reset" এ যান-



এখন Home কী-তে prass করুন, দেখবেন ৫ বার "No" than একবার "Yes -- Delete all user data" লেখা আরও
একটা পেজ আসবে, আপনি "Yes -- Delete all user data" এ প্রেস করুন Home বাটনের সাহায্যে ।



এখন  "Reboot System Now" এ প্রেস করে ফোনটি রিস্টার্ট করে নিন :D কাজ শেষ বস...
মার্কেট থেকে কিনার পর প্রথম অন করার সময় যে সমস্ত কাজ করেছিলেন, মানে Language সেট, Google ID Login Or
Create, Samsung ID Log-In Or Create Etc Etc... এগুলো সম্পন্ন করে ধীর হয়ে বসে পড়ুন

পোষ্ট টি টেকটিউন্স থেকে সংগৃহিত লিংটা মনে নাই
Blogger Widgets