page contents
Cool Neon Green Outer Glow Pointer

Air Call Accept: এবার টাচ না করেই কল রিসিভ করুন !!



আজ আপনাদের সাথে একই ধরনের নতুন যে অ্যাপ টি শেয়ার করছি তার নাম Air call accept. নাম শুনে নিশ্চয়ই অ্যাপ টির কাজ বুঝতে পারছেন ! হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ টি দিয়ে আপনি মোবাইল স্ক্রীনে কোন প্রকার টাচ না করেই কল রিসিভ করতে পারবেন। কল রিসিভ করা জন্য এই অ্যাপ টি আপনার স্মার্টফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করবে। যার ফলে কল আসার সাথে সাথে আপনি আপনার ফোনের ফোনের প্রক্সিমিটি সেন্সরের উপর হাত নাড়ালেই অথবা কল আসার পর আপনি ফোন কানে লাগালেই অটোম্যাটিক কল রিসিভ হয়ে যাবে। আবার আপনি যদি সেটিংস
এ যেয়ে কল রিজেক্ট সিলেক্ট করেন তাহলে কল আসার পর হাত নাড়ালেই কল রিজেক্ট হয়ে যাবে।

অ্যাপ ফিচারঃ 

১) কল রিসিভ

২) কল রিজেক্ট

৩) কল রিসিভ করার সময় স্পিকার অন রাখার অপশন

৪) এসএমএস পাঠিয়ে কল রিজেক্ট করার অপশন

ডেভেলপারঃ 

necta.us

প্লে স্টোর প্রাইসঃ 

2.06 $

ডাউনলোডঃ 




Blogger Widgets