page contents
Cool Neon Green Outer Glow Pointer

ডেনমার্কে জলাভূমি থেকে খোঁজ মিলল প্রস্তর যুগের মানব দেহের



ডেনমার্কের সিল্কবর্গ প্রদেশের এক জলাভূমি থেকে খোঁজ মিলেছে প্রস্তর যুগের একটি মানব দেহের। জলাভূমির কাছে স্থানীয় দুই বালক মাটি খুঁড়তে গিয়ে সন্ধান পায় মিশমিশে কালো এই মানব দেহটির। নিজেদের অজান্তেই তারা ইতিহাসের আর একটি পাতার রহস্য উদঘাটন করেছে। তবে টোল্যান্ড ম্যান নামে পরিচিত এই মানব দেহটি
ঈশ্বরের কাছে সমর্পণ করে মৃত্যুবরণ করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার বয়স আনুমানিক ৪০ বছর।
কালো মূর্তিটি সম্ভবত খ্রিষ্টপূর্ব ৩৭৫ থেকে ২১০ বছর আগের। সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় একে। এর শরীরের কোনো অংশ পচন ধরেনি। প্রস্তর যুগের এরকম নিদর্শন পেয়ে নিতান্তই অবাক হচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা।
জানা গেছে, ওই মানব দেহটির মাথায় মেষ চামড়ার টুপি, মুখে হাল্কা দাড়ি, শক্ত পেশিবহুল মুখ। গলায় দড়ির ফাঁস লাগানো রয়েছে। দড়িটি কোনো মেশিনে তৈরি করা নয়, হাতে বানানো।
তবে প্রত্নতত্ত্ববিদরা আশ্চর্য হচ্ছেন কীভাবে প্রস্তর যুগের এই মানব দেহটি সংরক্ষিত রয়েছে এতদিন ধরে। বিজ্ঞানীদের মতে, ওই জলাভূমির আশপাশে একটা আশ্চর্য রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়েছে। জলাভূমির মাটির ভিতর অক্সিজেনের অভাব, তাপমাত্রা খুবই কম এবং আম্লিক পরিবেশের জন্য ব্যাকটেরিয়ামুক্ত। এ কারণেই ৫ ফুট ৩ ইঞ্চির মানব দেহটি এখনও অক্ষত রয়েছে।
Blogger Widgets